1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

চাঞ্চল্যকর মাহাফিজুল হত্যা: পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২২ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়ায় জমি-জমা সংক্রান্ত একই এলাকার পার্শ্ববর্তী ধানক্ষেতে কৃষক মাহাফিজুল ইসলামকে মারপিঠ করে হত্যা করেছে আবু সিদ্দিক গং। সম্প্রতি ৪ সেপ্টেম্বর ২০২৫ একই এলাকার মমিনুল হক, মো. তরিকুল ইসলাম সুমন, মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, শফিকুল ইসলাম, বায়জীদ বোস্তামী, জোনাব আলী, ছয়পার রহমান, হাফিজুর রহমান, মোকছেদুল ইসলাম, আবেদ আলী, আবু সিদ্দিক, শরিফুল ইসলাম, জেনারেল ভুট্টু, মেহেরুল ইসলাম, ইলিয়াস আলী, সানোয়ার হোসেন, মো. রাসেল ইসলাম, বরিজ উদ্দিন বকুল, মোছা. ফেন্সিয়ারা, তাহাজুল ইসলামগন কৃষক মাহাফিজুলের হাত-পা বেঁধে ফেলে লাঠি-সোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে হত্যা করেছে। হত্যার ১০দিন পর বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজির নির্দেশে গত ১৪ সেপ্টেম্বর ২৫ তারিখে মামলা রেকর্ড হয়, মামলা নং-জি.আর ২৩০/২৫, চাঞ্চল্যকর মাহাফিজুল হত্যা মামলার তদন্তকারী অফিসার অত্র মামলার তদন্ত সমাপ্ত করে পার্বতীপুর থানার অভিযোগপত্র নং ২৬৮, ৯-১১-২৫ইং ধারা ৪৪৮/৩৪২/৩২৩/৩২৬/ ৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক হাজতী আসামি মো. বরিজ উদ্দিন বকুল, মোছা. ফেন্সিয়ারা বেগম, মো. রাসেল ইসলাম, আশিকুর রহমান, আয়শা বেগম, তাহাজুল ইসলাম তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয় যা তদন্ত প্রতিবেদনে বিভিন্ন সময়ে তদন্তের মাধ্যমে মূল ঘটনার সত্যতা পাওয়া গেছে।

মাহাফিজুল ইসলাম হত্যা মামলার আসামির পক্ষে একতরফা চার্জশিট দাখিল করায় বাদী সজিব ইসলাম বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে বিচারকের কাছে অধিকতর তদন্তপূর্বক আবেদন করায় বিচারক বাদীর কাছে সম্পূর্ণ ঘটনা শুনে দাখিলকৃত পুলিশ রিপোর্ট প্রত্যাখান পূর্বক এজাহারকারী কর্তৃক আনিত নারাজি দরখাস্ত মঞ্জুর করে দিনাজপুর পিবিআই পুলিশ সুপারকে অধিকতর তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )