
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ও যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৯ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি খাড়াপাড়া এলাকায় নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ইসলামীর আয়োজনে মতবিনিময় সভা ও যোগদান সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী মো. হরমুজ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মো. আব্দুল হামিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এ্যাডভোকেট ইয়াছিন আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: আব্দুল মালেক, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি মাওলানা মো: সামছুল হুদা বাবুল মাষ্টার ও সেক্রেটারী মো. জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় নাওডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নাওডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন দলের শতাধিক কর্মী সমর্থক স্বেচ্ছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলে যোগদান করেছেন। নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ইসলামীর সভাপতি মাওলানা মো. সামছুল হুদা বাবুল মাষ্টার জানান, নাওডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন দলের শতাধিক কর্মী সমর্থকরা যোগদান করেছে। আমরা দলের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত শতাধিক নেতাকর্মী সমর্থকদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়া হয়।
Related