পরে খোলা আকাশের নিচে পড়ে থাকা অজ্ঞাত নবজাতক শিশুকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক সেবা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তথ্যমতে শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর উত্তরপাড়া গ্রাম সংলগ্ন ফসলের মাঠের ধানক্ষেত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জনায়, সকলের দিকে আব্দুল করিম নামের এক কৃষক কৃষি জমিতে যাওয়ার সময় হঠাৎ কান্নার শব্দ শুনতে পায়। পরে নবজাতকের ভেসে আসা কান্নার সুত্র ধরে কৃষক এগিয়ে গেলে ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে ফুটফুটে নবজাতককে দেখতে পায়। ঘটনাটি জানাজানি হলে অনেকেই ছুটে যান ধান ক্ষেতে। পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি আশংকামুক্ত রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ তথ্যমতে এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সকালের দিকে শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ সদস্যের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।