1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কার জন্য ভোট চাইছেন মিম, মেহজাবীন, মাহিরা? | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

কার জন্য ভোট চাইছেন মিম, মেহজাবীন, মাহিরা?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৩০ জন দেখেছেন

বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, সামিরা খান মাহিসহ বিনোদন অঙ্গনের অধিকাংশ তারকাদের সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে, ভোট চাইছেন তারা। কেউ দুই কলম লিখে আবার কেউ ভিডিওবার্তায়।

প্রশ্ন জাগতে পারে— কার জন্য তারকারা ভোট প্রার্থনা করছেন নেটিজেনদের কাছে? তারা ভোট চাইছেন তানজিয়া জামান মিথিলার জন্য। এই মুহূর্তে মিথিলা আছেন থাইল্যান্ডে। সেখানে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪ তম আসর বসেছে। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মিথিলা। এরইমধ্যে তার ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে সবার। ভোটিং পর্বেও প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানে ওঠানামা করছেন তিনি।

582422719_25028800483452153_8703280677173156903_n

এদিকে আজ ১৯ নভেম্বর ভোটের শেষ দিন। আজই শেষ সুযোগ মিথিলাকে প্রথম স্থানে রাখার। এরইমধ্যে সামাজিক মাধ্যমে সে আহ্বান জানিয়েছেন তিনি পাশাপাশি আটঘাট বেঁধে নেমেছেন তারকারা।

মেহজাবীন চৌধুরী মিথিলার ছবি পোস্ট করে জানিয়েছেন আজ ভোটের শেষ দিন। সঙ্গে জানিয়েছেন ভোট দেওয়ার নিয়ম। বিদ্যা সিনহা মিম লিখেছেন, ভোট দিন। বাংলাদেশকে জেতান। বাংলাদেশ এখনও ২য় পজিশনে আছে। ভোটিং ডেডলাইন আজই, ১৯ নভেম্বর, রাত ১১:৫৯ মিনিট। এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। বিশ্বকে দেখিয়ে দিন বাঙালিরা ঐক্যবদ্ধ হলে কী করতে পারে।

585860418_25064030229929178_5176588877544486739_n

সামিরা মাহি ঘনিষ্ঠজন মিথিলার। সেকারণেই হয়তো একাধিকবার তার জন্য ভোট চেয়ে পোস্ট দিচ্ছেন। সবশেষ পোস্টে লিখেছেন, মিথলাকে প্রথম করতে আর ৪০০০ ভোট প্রয়োজন। ভোট প্রদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। এছাড়া তাসনিয়া ফারিণ, তমা মির্জাসহ তারকাদের অনেকেই ভোট চেয়েছেন মিথিলার জন্য।

মিথিলাকে ভোট দিতে হলে মিস ইউনিভার্স অ্যাপ চালু করতে হবে। এরপর দেশ তালিকা থেকে বাংলাদেশ নির্বাচন করতে হবে। এরপর বেছে নিতে হবে ‘গেট ভোট’। ‘পিপলস চয়েস’ অংশে তানজিয়া জামান মিথিলা নির্বাচন করলে বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যোগ হবে।

581685745_18494966173073215_8205500011167020519_n

প্রতিযোগিতায় জিততে ভোটিং পর্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০ জনের একজন হয়ে প্রতিযোগিতায় লড়বেন মিথিলা। তিনি বলেন, ‘ফলাফল যাই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। এই পাওয়া নিয়েই সামনে এগিয়ে যাব।’ ভোটের ফলাফল জানা যাবে ২১ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )