


রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া (৪০)কে বুধবার সন্ধ্যায় চর নাজিরদহ একতা বাজার এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে উপজেলার চর নাজিরদহ গ্রামের বাসিন্দা মৃত্যু ছায়ের উদ্দিনের পুত্র হারাগাছ ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়া (৪০) কে বিশেষ ক্ষমতা আইনে ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে সন্ধ্যায় চর একতা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ বলেন, গ্রেফতারকৃত আসামি মিলন মিয়াকে বুধবার রাতেই আদালতে সোপর্দ করা হয়েছে।