সোমবার (২৩ডিসেম্বর) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহনে স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কঞ্চিপাড়া এম.এ.ইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান সরকারের সভাপতিত্বে ছিন্নমূল মহিলা সমিতির উপ- পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল, ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রায়হান সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী , যুবউন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম, গুনভড়ি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান, জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহ. শিক্ষক শামছুল হক ও অষ্টম শ্রেনীর ছাত্রী মিম আক্তার, কঞ্চিপাড়া মোহাম্মদ আলী ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেনীর ছাত্র নাফিজ, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল রানা শালু প্রমুখ।
সভায় জেন্ডার সংবেদনশীল জলবায়ু পরিবর্তন সহায়ক এবং তথ্য নির্ভর শিক্ষা প্রসার কার্যক্রমে স্থানীয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে বাজেট বৃদ্ধি এবং নারী শিক্ষার প্রয়োজনীয়তা ও বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয় ।
উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি এ প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।