খানসামা তথা উত্তরবঙ্গ আর অবহেলিত থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলায় সফরে এসে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে দু:স্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের পূর্ব মুহূর্তে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনিঁ খানসামা উপজেলায় লাইব্রেরী তৈরিতে ৫০ লক্ষ টাকা এবং উপজেলার উন্নয়ন কার্যক্রমের জন্য আরো ৫০ লক্ষ টাকাসহ মোট ১ কোটি টাকা জেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দের ঘোষণা করেন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত সরকারের আমলে বিশেষ এলাকাভিত্তিক উন্নয়ন হয়েছে, অবহেলিত ছিল উত্তরবঙ্গের রংপুর অঞ্চল। এখন থেকে উত্তরবঙ্গ আর অবহেলিত হওয়ার সুযোগ নেই। এ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমার এই সফর। এ ছাড়াও তিনি পাকেরহাট গ্রোয়াস মার্কেটের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় খানসামা উপজেলার রাস্তাঘাট,ব্রীজ,হাসপাতাল ও শিক্ষাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন।