ফাউন্ডেশনের পক্ষে মঙ্গলবার দিনব্যাপী সহস্রাধিক পরিবারের হাতে হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সকালে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। বিলুপ্ত দাসিয়ারছড়া ছিট মহলের অন্তর্গত আজোয়াটারি, দোলাটারি, ছিটচন্দ্রখানা, বালাতারি, কামালপুর, বটতলাসহ ১০ টি স্পটে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প প্রধান লেখক সাংবাদিক মাওলানা তোফায়েল গাজালি, দৈনিক যুগান্তরের ফুলবাড়ি প্রতিনিধি আব্দুল আজিজ মজনু , ফাউন্ডেশনের ফিল্ড মনিটরিং অফিসার সুহাইল আহমদ, খলিলুর রহমান, এরশাদুল হক , মাওলানা আমির হামজা , সাংবাদিক আসাদুজ্জামান খলিল প্রমুখ।
নুরুল ইসলাম ফাউন্ডেশন সংশ্লিস্টরা জানান, শিক্ষা, শান্তি, সেবা ও সামাজিক উন্নয়নই নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পরোপকারের মাধ্যমে বিশ্বমানবতার কল্যাণেই এর যাত্রা। আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, কর্মসংস্থান তৈরি, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র্য বিমোচন, এতিম, গরিব, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভরণপোষণ, ছিন্নমূল ও পথবাসীদের পুনর্বাসন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদানসহ সব শ্রেণির নাগরিকের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি।