1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে ফুলছড়িতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে ফুলছড়িতে মানববন্ধন

ফুলছরি(গাইবান্ধা)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ জন দেখেছেন
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধন সিভিল সার্ভিস চাই, সংস্কারের নামে অসংস্কার বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা ও সরকারের উপসচিব পদে কোটা মানি না মানবো না স্লোগানে গাইবান্ধার ফুলছড়িতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রুহুল আমিন মিয়া, মেডিকেল অফিসার, ডা. অয়ন চন্দ্র মন্ডল, ডা. রুবিনা ইয়াসমিন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, আমরা চাই কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় এবং আমাদের উপসচিব থেকে সচিব পর্যন্ত বাংলাদেশ সরকারের পদ। এ পদগুলো সকল ক্যাডারদের উন্মুক্ত রাখতে হবে। চাকুরীর ক্ষেত্রে বৈষম্য দূর করে সমতা আনয়নের মাধ্যমে ক্যাডার যার মন্ত্রণালয় তার এ নীতি বাস্তবায়ন করতে হবে বলে তারা দাবি করেন।
তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা বৈষম্যহীন জনপ্রশাসন চাই, শিক্ষা ও স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ করতে হবে।  উপ-সচিব পদের পদোন্নতি সকল ক্যাডারের মধ্যে মেধা ও যোগ্যতার ভিত্তিতে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )