1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ জন দেখেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।

 

 

আকস্মিকভাবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এআইআইএমএস হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়, মনমোহন সিং চেতনাহীন হয়ে পড়েছিলেন এবং হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

 

 

এআইআইএমএস-এ ২০০৯ সালে সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল তার, এবং ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ছিলেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাসায় ফিরে যান। চলতি বছরেই তিনি রাজ্যসভা থেকে অবসর নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )