1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ যান চলাচল বন্ধ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের অবরোধ যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

সরকার ঘোষিত ৩০ হাজার টাকা ভাতা প্রত্যাখ্যান করে শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলায় সমাবেশ করেছে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। এরপর পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড়ে মহাসমাবেশ শুরু করেছেন তারা।

 

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পরপর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে এ সমাবেশ শুরু হয়। এতে যোগ দিয়েছেন বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

IMG-3427466_734277827

এর আগে সকাল ৯টার দিকে বিএসএমএমইউ বটতলায় সমবেত হন চিকিৎসকরা।

 

এ সময় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি। নেতৃস্থানীয় প্রত্যেক জায়গায় আমরা গিয়েছি। সমাধান না পেয়ে বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আপনারা কি বৈষম্যবিরোধী আন্দোলনে চিকিৎসকদের অবদান অস্বীকার করতে পারবেন? সে সময় রাস্তায় ভূমিকা রাখার পাশাপাশি চিকিৎসকরা হাসপাতালেও রাত-দিন সেবা দিয়েছেন।

IMG-3427466_734277825

বৈঠকের দিন শেষ উল্লেখ করে তিনি আরও বলেন, এখনি আমাদের সমঝোতার কথা বলা হচ্ছে। কিন্তু এখন বৈঠকের দিন শেষ। যা বলার শাহবাগে বলতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না আসবে, ততক্ষণ রাজপথ আছি। রাস্তায় যেহেতু নেমেছি, অধিকার আদায় করে রাস্তা ছাড়বো। দাবি পূরণে যত বিলম্ব হবে, আমরা ততো ঐক্যবদ্ধ হবো, শক্তি সঞ্চয় করব। আমাদেরকে চাপ দিয়ে লাভ নেই।  তা না করে কীভাবে তাড়াতাড়ি প্রজ্ঞাপন দেবেন, সেটা নিয়ে ভাবেন। আমরা কারো দালাল নই।

 

এদিকে চিকিৎসকদের সমাবেশে অংশ নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলনে সমর্থন জানান এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার। তিনি বলেন, আগের আমলে আমরা ছিলাম রাজাকার, এখন হয়ে গেছি আওয়ামী লীগ। এগুলো তো আমরা বুঝি। তাদের দাবি মেনে নেন। চেয়ার পার্মানেন্ট না, পার্মানেন্ট হচ্ছে নৈতিকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )