1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতীয় সমাজসেবা দিবস-এ ‘’ফ্রেন্ডশিপ’’ পেলো ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড’ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

জাতীয় সমাজসেবা দিবস-এ ‘’ফ্রেন্ডশিপ’’ পেলো ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড’

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭০ জন দেখেছেন
কুড়িগ্রামে জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫  এ জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে ফ্রেন্ডশিপ নির্বাচিত হয়েছে। মানুষের কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী মানুষের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ফ্রেন্ডশিপ’ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড লাভ করে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ২ জানুয়ারী  বিকেলে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহা হুমায়ুন কবির ফ্রেন্ডশীপ সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমানের হাতে এ্যাডওয়ার্ডটি তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ আরিফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা ‘ফ্রেন্ডশিপ’ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বক্ষেত্রে ‘ফ্রেন্ডশিপ’ কে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফ্রেন্ডশিপ-এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন বলেন, মানুষের মৌলিক মানবাধিকার, তথ্য জানার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার, নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে “ফ্রেন্ডশিপ” এর মাধ্যমে আমরা কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।
অনুন্নত ও দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে মৌলিক সেবাগুলি থেকে প্রায় বঞ্চিত চরাঞ্চলে বসবাসকারী মানুষের গুণগত জীবন বিনির্মাণ একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, ক্ষমতায়ন, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা  নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, “ফ্রেন্ডশিপ” একটি সমাজকল্যাণমূলক, অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কেন্দ্রিক চর এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসব অঞ্চলে দুর্গম ও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকা হতদরিদ্র  মানুষের সার্বিক কল্যাণে “ফ্রেন্ডশিপ” ছয়টি ভিন্ন বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ুগত পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ও সংস্কৃতি সংরক্ষণ এর আওতায়  কার্যকর সেবা দানের মাধ্যমে কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )