1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় সরকারি ইউনিয়ন স্বাস্থ্যসেবার জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় সরকারি ইউনিয়ন স্বাস্থ্যসেবার জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ

তেঁতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৬২ জন দেখেছেন

তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ও পরিবার কল্যাণ কেন্দ্রে সরকারি ইউনিয়ন স্বাস্থ্যসেবার জমিতে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

 

সরজমিনে গিয়ে দেখাযায় ৪নং শালবাহান ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যানম রহুম জমির আলী এস এ-৬১ নং খতিয়ান ভুক্ত ৮একর ৭২ শতক জমি নিলামে ক্রয় করেন। উক্ত খতিয়ানে ২৩৪০ ও ২৩৪২ দাগে ১একর ৪২ শতক জমি এবং এস এ- ৮৪ নং খতিয়ানে ২০০৯ ও ২৩৪৪ নংদাগে ৬৭ শতক মোট ২টি তফসিলে ২একর৯ শতকজমি ৪নং ইউনিয়ন শালবাহান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গত ১৫ জুলাই ১৯৭৫ ইং ১৮৫৫৭ নং রেজিস্টি ্রদান পত্র দলিল মূলে প্রদান করেন।

 

তখন হাসপাতালের জমির সীমানা প্রাচীর নাথাকায় মাঠের ফাঁকা জায়গায় সাপ্তাহিক দু’দিন কালান্দিগজ পুরাতন বাজার হাট বসে।পরবর্তীতে হাসপাতালের জমি থেকে কয়েক দফায় উক্ত হাট বিলুপ্তি হয়ে যায়।এই সুযোগে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরদলীয় কিছু নেতা-কর্মী ও সমর্থক দখল করে।

 

জমির আলী নাতী মো.সোরওয়ার্দী এ প্রতিবেদ কে জানান, শালবাহান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২ একর ৯ শতক জমির মধ্যে বর্তমানে ৫০ শতক জমির দখলে আছে। বিগত সরকার দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক ছত্র ছায়ায় ১ একর ৫৯ শতক জমি দখলে নিয়ে ভুয়া ও জাল দলিল সৃজন করো কা দোকান ও গুদাম ঘর সহ বাড়ি নির্মাণ করেছে।

 

আমি সরকারি সম্পত্তি রক্ষা ও বেদখল কৃতজমি উদ্ধারের জন্য উপজেলা সহকারি কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একাধিকবার আবেদন করেছি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে দরখাস্তের অনুলিপি প্রদান করেছি। কিন্তু উক্ত আবেদনের এখনো কোন সুরাহা হয় নি।

 

জানাযায়, ৪নং শালবাহান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ভবনের অনুমান ১০ গজ উত্তরে স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম লালু টিনশেড পাকা দোকান ও গুদাম ঘরনির্মাণ করেছে। সেখানে ছেলের নামে মেসার্স সবুজ ট্রেডার্সসার ও কীটনা শকদোকান দিয়ে বসেছে।

এছাড়াও অন্য পাশে মেসার্স শাহনাজ ট্রেডার্স নামে সার ও কীট নাশক ব্যবসায়ীমো.শাহাবুদ্দিন কে ভাড়া দিয়েছে। বাকী অংশে মালামালের গুদাম ঘর করেছে।

 

এরপাশে তাহেরুল চাস্টোর নামেটিন শেড দোকান করছে। এছাড়া হাসপাতালের প্রবেশের মূল ফটকের উত্তর পশ্চিশ পাশে আরও ১০-১৫টি অন্যান্য লোকের দোকান পাট আছে। হাসপাতাল ভবনের পূর্বপাশে কয়েক জনের বাড়িঘর আছে এবংপশ্চিম পাশে কালান্দিগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও মাঠ আছে।

 

কালান্দিগজ গ্রামের বাসিন্দা মামুন, বড়দলুয়াগছ গ্রামের হাসিনা, নিজাম উদ্দীন বলেন, হাসপাতালের বাউন্ডারী ওয়ালনা থাকায় জমা জমি বেদখল হয়েছে। সরেজ মিন জরিপ কওে হাসপাতালের জমি উদ্ধার কওে বাউন্ডারী ওয়াল নির্মাণ সহ প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নিয়োগ দিলে চিকিৎসা সেবা গ্রহণে উপকৃত হবো।

 

পত্নিপাড়া গ্রামের হায়দার আলী বলেন,হাসপাতালের সংগে হাটসেটের জমা জমি বিরোধ বিষয়টি নিস্পত্তি হওয়া দরকার। সীমানা প্রাচীর না থাকা কোনটি হাটের জমি আর কোনটি হাসপাতালের জমি তা বুঝে উঠা যায়না।

তাহেরুল চা স্টোরের ব্যবসায়ী,তাহেরুল ইসলাম বলেন প্রায় ১৮ আগে এখানে হাট বসত আর তখন থেকে চা দোকান করে আসছি। এখানে হাট আগেই থেকে ইবসতপড়ে হাসপাতাল নির্মাণ হয়েছে। অন্যান্য দেরমত তিনি ও হাসপাতাল ও হাট সেটর জমির বিরোধ নিস্পত্তির দাবী করেন।

ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মো.নুরুল ইসলাম লালু বর্তমানে পঞ্চগড় জেল হাজতে থাকায় সরাসরি তার বক্তব্য নেয়া সম্ভাব হয়নি।

 

তার ছেলে শেখ ফরিদ সবুজ বলেন,হাসপাতালের জমিতে কোন দোকান ঘর নির্মাণ করিনি। আমাদের ক্রয় কৃত ৬১নং খতিয়ান ভুক্ত জমির উপর দোকান নির্মাণ করেছি।

 

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.আশরাফুল ইসলাম বলেন,বিষয়টি আমার জানাছিলনা আমি কাগজপত্র যাচাই-বাছাই করে সরকারি বেদখল কৃত জমি উদ্ধারের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )