কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য অস্বাভাবিকহারে বৃদ্ধি করে ১০ হাজার টাকা নির্ধারণ করেছে কলেজ কর্তৃপক্ষ। এনিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী অভিভাবকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন দূ’জন অভিভাবক সদস্য প্রার্থী।
জানাগেছে, বর্তমান কলেজটিতে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি রয়েছে। নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিভাবক সদস্য নির্বাচনের জন্য নির্বাচনী তফশীল ঘোষণা করেন। নির্বাচনী তফশীল অনুযায়ী অভিভাবক এসএম মোশারফ হোসেন ও আজিজুল হক জীবন মনোনয়ন পত্র ক্রয় করতে গেলে তারা এই অস্বাভাবিক মূল্য জানতে পারেন। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগকারী এসএম মোশারফ হোসেন বলেন, বাণিজ্য করার উদ্দেশ্যে এবং ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মনোনয়ন পত্রের উচ্চ মূল্য নির্ধারন করা হয়েছে।
এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রমজানুল হক বলেন, এডহক কমিটির সিন্ধান্ত মোতাবেক মনোনয়ন পত্রের মূল্য নির্ধারন করা হয়েছে। এছাড়া নীতিমালায় কত টাকা নির্ধারন করা হবে এরকম কোন নির্দেশনা নেই। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, অভিযোগ পেয়ে অবগত হয়েছি। যেহেতু নীতিমালায় কোন নির্দেশনা নেই। তাই কমিটির সিন্ধান্ত মোতাবেক তারা মূল্য নির্ধারন করেছে।