1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল মিয়াপাড়া গ্রামে আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠন (মিয়াপাড়া) প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোরশেদ আলম মামুন, ব্যাংকার শাফিক সোহেল, উপদেষ্টা রেদওয়ানুল হক, পরিচালক তানভীর আহমেদ সিরাজ।

 

এসময় সংগঠনটির সভাপতি হাফেজ মোসাব্বির হোসেন, সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ,  সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাজমুল ইসলাম, আব্দুল মাজেদ, আতিকুর রহমান আতিক, আব্দুর রউফ শিমুল ও সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ বলেন, এ অঞ্চলে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। তাদের মাঝে আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠনের দেওয়া উপহারের ৫০ টি কম্বল দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত এসব মানুষের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

 

কম্বল নিতে আসা ষাটোর্ধ্ব হাছিম আলী বলেন, শীতের এই কঠিন সময়ে কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। আলোকবর্তিকা সেচ্ছাসেবী সংগঠন শীতের সময় আমাদের কম্বল দিয়ে পাশে দাঁড়িয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি।

 

এদিকে, সংগঠনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সংগঠনের পরিচালক তানভীর আহমেদ সিরাজ বলেন, আমাদের সংগঠন সব সময় জনগণের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তাদের দায়িত্ব পালন করে আসছে। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি তারই একটি অংশ, যা শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার বার্তা নিয়ে এসেছে।

চলমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব মোরশেদ আলম মামুন সংগঠনের স্থায়ী কাঠামো তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )