সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) শহরের বিমানবন্দর রোড়ে শিক্ষা প্রতিষ্ঠানটির খেলার মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক উইং) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, নীলফামারী জেলার সাবেক শিক্ষা অফিসার মো. হবিবর রহমান।
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানে সহযোগী অধ্যাপক ও বার্ষিক ক্রীড়া কমিটির আহবায়ক এটিএম শাকেরুজ্জামান। প্রতিষ্ঠানের স্কুল শাখার সিনিয়র শিক্ষক ইসমত জেরিন মান্নানের সঞ্চালনায় তিন পর্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথম পর্বে ছিল পবিত্র কোরআন তেলাওয়াৎ ও পব্রিত গীতা পাঠ,জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, মাঠ পরিদর্শন ও পরিভ্রমন, শপথ গ্রহন, মশাল দৌড়, ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, ডিসপ্লে ও ক্রীড়া অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ গোলাম আহমেদ ফারুক, রংপুর জেলা শিক্ষা অফিসার মো, এনায়েত হোসেন, নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফজলুর রহমান, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আ,ত, ম রেজাউল কবীর উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক উইং) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সুধীজন, অভিভাবক, সাংবাদিক, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও বর্তমানে কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।