বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ ও উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার শহরের সাহেপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য নীলফামারী জজ কোর্টের সিনিয়র এ্যাডভোকেট তুষার কান্তি রায় শীতবস্ত্র কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, সহ – সভাপতি ইফফাত জামান কলি, শেখ রোবায়তুর রহমান রোবায়েত, শফিউল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস, সাহিত্য সম্পাদক ফারহানা, সাংগঠনিক সম্পাদক বিথী, সদস্য সৈয়দা মনি, নিলু, সাধনা, মমতাজ, রনজিতা, এলিজাবেথ,সৃষ্টি,তীর্থ,বশির,শরীফা, মোহনা, মোমিনুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে কোস্ট টু কোস্ট গার্মেন্টর্সের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়।