নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় বিন্দু রায়(২৮) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে রামনগর ইউনিয়নের বিষমুড়ি কাশিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিন্দু রামনগর ইউনিয়নের বাহালীপাড়া কাচারী বাজার এলাকার দিনেশ রায়ের ছেলে। পুলিশ জানায়, শহর থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে বিকল অবস্থায় দাড়িয়ে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-৫৭৩০) সাথে ধাক্কা লাগে বিন্দু রায়ের। এ সময় গুরুত্বর আহত হলে সেখানেই মারা যান তিনি।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজুর রহমান সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।