1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

নীলফামারীতে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪ জন দেখেছেন

আগামী ১৫মার্চ শনিবার নীলফামারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৩ লাখ ৭হাজার ২৬২টি শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৩১হাজার ৪০৯টি এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ২লাখ ৭৫হাজার ৮৫৩টি শিশু রয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে(১৩মার্চ) জেলা ইপিআই মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে ওরিন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। জানানো হয়, জেলার ১হাজার ৫৯০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ৩হাজার ১৮০জন স্বেচ্ছাসেবক ও ১৯১জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।

 

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান জানান, এদিন ৬ থেকে ১১মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের সোহেল, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম উপস্থিত ছিলেন।

 

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, কোন শিশু যাতে ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেজন্য প্রচার প্রচারণার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ইতোমধ্যে অবহিত করা হয়েছে। এছাড়াও মাইকিং করা হবে। বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মাধ্যমের প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )