1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় উপজেলা প্রেসক্লাবের পরিচিতি সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় উপজেলা প্রেসক্লাবের পরিচিতি সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৮৭ জন দেখেছেন

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, রংপুর-এর উদ্যোগে প্রাণবন্ত, বর্ণাঢ্য পরিচিতি সভা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪মার্চ) গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে পবিত্র রমজানের সুশোভিত আবহে এটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। গঙ্গাচড়া উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল আলীম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান। আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জানজাবিল বিনতে আহমদ ,উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মজিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করীম, উপজেলা পাট ও বস্ত্র কর্মকর্তা রেজাউল করিম, তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার। এই আয়োজন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয় ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য ও ন্যায়ের পথে থেকে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমকর্মীদের প্রধান দায়িত্ব। গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের এই আয়োজন প্রশংসনীয়, যা পেশাদারিত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথি জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, সাংবাদিকতা শুধু পেশার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি ব্রত। গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় সমাজের উন্নয়ন সম্ভব। আমরা চাই, তথ্যের যথাযথ ব্যবহার করে উন্নয়নধারাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন ।

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, সাংবাদিক ও পুলিশের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা অতীব প্রয়োজন।

উপস্থিত সাংবাদিকরা বলেন, গঙ্গাচড়ার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই তাদের মূল লক্ষ্য। তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন, সত্য ও ন্যায়ের পথে থেকে সাংবাদিকতার নীতিমালা মেনে চলবেন এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেবেন।

পরিচিতি সভা শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পাঠ করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম । পরে অতিথিদের সঙ্গে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের এ আয়োজন সাংবাদিক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও সংহতির বার্তা ছড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )