1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাকিস্তানি শিল্পীরা ভারতে আসে ফায়দা লুটতে: সেলিনা | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

পাকিস্তানি শিল্পীরা ভারতে আসে ফায়দা লুটতে: সেলিনা

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জনের হত্যার পর থেকে ভারত ও পাকিস্তান দুই দেশের মাঝে উত্তেজনা বেড়ে চলেছে। হামলার পর পাকিস্তানের সঙ্গে বিভিন্ন চুক্তি বাতিলসহ পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবি ওঠে।

এরপর পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান ও মাহিরা খান ‘অপারেশন সিঁদুর’-এর সমালোচনা করলে পরিস্থিতি আরও জটিল হয়। বলিউড ছবির পোস্টার থেকে সরিয়ে দেওয়া হয় পাকিস্তানি তারকাদের ছবি। এবার পাক অভিনয়শিল্পীদের বিরুদ্ধে গর্জে উঠলেন সেলিনা জেটলি।

 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি, পাকিস্তানের শিল্পীরা ভারতের বিনোদন জগতে এসে উপর্জন করছেন, খ্যাতি অর্জন করছেন। কিন্তু ভারতের এমন দুঃসময়ে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন না।

b797911115e02396e34c480f680c679b

সেলিনা যোগ করেন, ‘ভারত সবার উপরে। আমাদের জাতীয়তাবাদ সবার আগে থাকা উচিত। পাকিস্তানি শিল্পীরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত সুবিধা ভোগ করবেন। আবার সন্ত্রাসীদের প্রতি পাকিস্তানি সরকারের সমর্থনে নীরব থাকবেন! ওরা (তারকারা) চাইলেই সন্ত্রাস দমনের দাবি তুলতে পারেন। তবে ওঁরা চুপ করে থাকতেই পছন্দ করেন। যত দিন না পাকিস্তান সন্ত্রাসীদের কর্মকাণ্ডের দায় নিচ্ছেন বা সন্ত্রাস দমনের দাবি তুলছেন, ততদিন পাকিস্তানি তারকাদের বলিউড থেকে দূরে সরিয়ে রাখা উচিত।’

 

ওই সাক্ষাৎকারে ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে বলিউড তারকাদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লক্ষ লক্ষ মানুষদের প্রভাবিত করার ক্ষমতা রয়েছে যাদের, তারা যখন চুপ থাকেন তখন অবাক হয়। দেশের প্রয়োজনে কে দেশের পাশে থাকছেন। আর কে থাকছেন না সেটাই বলে দেয় কার মধ্যে প্রকৃত দেশপ্রেম রয়েছে। ইতিহাস মনে রাখবে, এই দুঃসময়ে কে পাশে ছিলেন, কে ছিলেন না।’

celllina_1738937998564_1738937998717

সেলিনা জেটলি ২০০১ সালে বিশ্ব সুন্দরী জিতেছিলেন। এরপর ২০০৩ সালে থ্রিলার সিনেমা ‘জানশীন’ অভিনয় দিয়ে বলিউডে নাম লেখান। ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )