ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন চাপসার সীমান্ত এলাকায় গত ১৪ জুন রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জোরপূর্বক দুই ভারতীয় নাগরিককে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে । বর্তমানে ওই দুই ভারতীয় নাগরিক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর চাপসার বর্ডার আউটপোস্টে (বিওপি) অবস্থান করছেন।
৪২ বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত ভারতীয় নাগরিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে আলোচনা চলছে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (১৪ জুন) গভীর রাতে চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা দুই ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিজিবি সদস্যরা তাদের আটক করে চাপসার বিওপিতে নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে ৪২ বিজিবির জানান, “আমরা বিএসএফের কাছে এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আটককৃত ভারতীয় নাগরিকদের দ্রুত ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেছি। পতাকা বৈঠকের মাধ্যমে এই বিষয়ে আলোচনা চলছে এবং আমরা আশা করছি দ্রুতই এর একটি সমাধান হবে।”