ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন আরলিং হালান্ড। দুর্দান্ত এই মাইলফলক ছোঁয়ার পথে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ভেঙেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ ‘জি’ এর শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। এই ম্যাচেই ক্যারিয়ারের ৩০০তম গোলটি করেন হালান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে।
২৪ বছর বয়সী হালান্ড বেঞ্চে থেকে ম্যাচ শুরু করেন। পেপ গার্দিওলা তাকে শুরুতে মাঠে নামাননি। দ্বিতীয়ার্ধে মিসরীয় তারকা ওমর মারমুশের বদলি হিসেবে হালান্ডকে মাঠে নামান গার্দিওলা।
বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক এই স্ট্রাইকার মাঠে নামার মাত্র ৭ মিনিটের মধ্যেই গোল করেন। কাছ থেকে জুভেন্টাসের জালে বল ঠেলে দেন তিনি।
এই গোলে ম্যানসিটি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। এটি ছিল সিটির হয়ে হালান্ডের ১২৩তম গোল। সব মিলিয়ে মোল্ডে, আরবি সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড, ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলের হয়ে মোট ৩৭০ ম্যাচে ৩০০ গোল করেন হালান্ড।
এই অসাধারণ মাইলফলক অর্জন করতে অনেক কম ম্যাচ খেলেছেন হালান্ড। যেখানে রোনালদো ৩০০ গোল করতে খেলেছিলেন ৫৫৪টি ম্যাচ, লিওনেল মেসি ৪১৮টি ও কিলিয়ান এমবাপে ৪০৯টি।
ম্যাচ শেষে গার্দিওলা সাংবাদিকদের বলেন, আমি শুধু বলবো, অভিনন্দন। ২৪ বছর বয়সে ৩০০ গোল — এটা অভূতপূর্ব। আমি গোলদাতাদের খুব শ্রদ্ধা করি। আমি আরলিংয়ের জন্য খুব খুশি, তার গোলের জন্য এবং ছোট জায়গায়ও সক্রিয় থাকার জন্য। অসাধারণ পারফরম্যান্স।
৫-২ গোলের জয়ে গ্রুপ ‘জি’-এর শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ম্যানসিটি। আগামী সোমবার গ্রুপ ‘এইচ’-এর রানার্স আপ আররি সালজবুর্গের মুখোমুখি হবে তারা।