মঙ্গলবার (আজ) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের একটি এনফোর্সমেন্ট দল এই অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে দুদকের ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ও উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমির শরীফ মারজি বলেন , হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
অভিযানে দুদক দেখতে পায়, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান অত্যন্ত নিম্নমানের এবং নির্ধারিত ডায়েট চার্ট অনুসরণ করে তা দেওয়া হচ্ছে না। এছাড়া, হাসপাতালের ভান্ডারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ না দিয়ে চিকিৎসকেরা বাইরে থেকে কেনার পরামর্শ দিচ্ছেন, এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়।
দুদকের দলটি আরও জানতে পারে, রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে রোগীরা বাধ্য হয়ে বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে অতিরিক্ত খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন, যা সেবাগ্রহীতাদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি বাড়াচ্ছে।
অভিযানে পাওয়া এসব অনিয়মের বিষয়ে বিস্তারিত তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।