বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় ছোট ভাই। আর তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বড় ভাই। শেষ পর্যন্ত দুজনেই আর ফিরতে পারেনি। সবার চোখের সামনে পানির গভীরে হারিয়ে গেল দুই শিশুর প্রাণ।
শুক্রবার (৪ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে ঘটে এমন হৃদয়বিদারক ঘটনা। নিহত দুই শিশু হলো—সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। দুজনই ওই গ্রামের বাসিন্দা ও চাচাতো ভাই। সোহানের বাবার নাম সফিউল ইসলাম, আর সিয়ামের বাবা দবিরুল ইসলাম।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সোহান ও সিয়াম স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। তাদের বাবা দুজনেই জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। মাদ্রাসা ছুটির কারণে বৃহস্পতিবার তারা বাড়িতে আসে। শুক্রবার সকালে খেলার জন্য বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। হঠাৎ সিয়ামের পা পিছলে পুকুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেয় বড় ভাই সোহান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেউই আর উঠতে পারেনি।
পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। নিহত শিশুদের বাড়িতে চলছে কান্নার রোল।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চলছে।”