1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নির্বাচনের আগে বিচার-সংস্কারের শর্ত, সার্বভৌমত্ববিরোধীদের প্রতি হুঁশিয়ারি: হাসনাত আবদুল্লাহ | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

নির্বাচনের আগে বিচার-সংস্কারের শর্ত, সার্বভৌমত্ববিরোধীদের প্রতি হুঁশিয়ারি: হাসনাত আবদুল্লাহ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭ জন দেখেছেন

এনসিপি’র (জাতীয় নাগরিক পার্টি পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে তাঁদের কিছু শর্ত রয়েছে এবং বিচার ও সংস্কারের মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ তাঁদের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসীদের নিজেদের পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করে ‘পরাশক্তির দালালি’ করা ব্যক্তিদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “অবশ্যই নির্বাচন হওয়া উচিত। টাইম ফ্রেম বেঁধে যেভাবে নির্বাচনের জন্য আমরা দাবি করছি, ঠিক একইভাবে আমরা সংস্কারটা চাচ্ছি। একইভাবে আমরা বিচারটা চাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিচার এবং সংস্কারের মধ্য দিয়েই যেন একটা সবার গ্রহণযোগ্য একটি গণতন্ত্রে উত্তরণের পথের দিকে আমরা যেতে পারি। সেটির জন্য আমাদের সবপক্ষই হচ্ছে আমাদের টার্গেটেড।”

‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ ও আহতদের পরিবারের খোঁজখবর নিতেই তাঁদের এই কর্মসূচি বলে জানান তিনি।

ঐক্যবদ্ধ শক্তি এবং প্রতিপক্ষ কারা, এমন প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, “সকল ধর্মের, সকল ভাষার, সকল সংস্কৃতির এবং যারা এই অসাম্প্রদায়িক চেতনাতে বিশ্বাস করে এবং বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, তারা আমাদের সাথে ঐক্যবদ্ধ।”

এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আর বাংলাদেশে থেকে যারা ভারতে আশ্রয় নিতে চায়, বাংলাদেশে বসে যারা বিভিন্ন পরাশক্তির দালালি করতে চায়, কারণ তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের মাটির বিরুদ্ধে যারা অবস্থান করে নিয়ে, বাংলাদেশে থেকে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, সামান্য অংশ নিজেদের পকেটস্থ করার জন্য তারা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব বিরোধী।

সামনের নির্বাচনে ভোটারদের টার্গেট কারা, বিশেষ করে নতুন চার কোটি ভোটার নিয়ে তাঁদের পরিকল্পনা কী—জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, “দেখেন, আমরা এখন সাংগঠনিক বিস্তার সারা দেশে করতে চাচ্ছি।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )