1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্রহণযোগ্য পরিবেশ না হলে নির্বাচন নয়: জামায়াত নেতা দেলাওয়ার | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ন

গ্রহণযোগ্য পরিবেশ না হলে নির্বাচন নয়: জামায়াত নেতা দেলাওয়ার

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৫ জন দেখেছেন

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

তাঁর মতে, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে অনেকাংশে ব্যর্থ হয়েছে এবং বিএনপি সংস্কারের দাবি না তুলে শুধু ‘নির্বাচন নির্বাচন’ করে যাচ্ছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল নতুনপাড়া এলাকায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। দেলাওয়ার হোসেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

আসন্ন নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বলেন, “আমরা নির্বাচনের অংশ হিসেবে আপনাদের কাছে এসেছি। কিন্তু আমরা বলে আসছি, এই নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার জন্য যে পরিবেশ দরকার, সেটি আগে নিশ্চিত করতে হবে। গ্রহণযোগ্য পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হবে না। এটাই দেশের আপামর জনতার দাবি।”
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি শুধু নির্বাচন নির্বাচন তসবি জপছে। যেকোনোভাবে একটি নির্বাচন চাই, ক্ষমতার বদল চাই, ক্ষমতায় যেতে চাই—এ ধরনের স্বপ্নে তারা বিভোর। তারা যদি নির্বাচনের পাশাপাশি সংস্কার নিয়ে বেশি কথা বলত, যদি বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন না চাইত, তাহলে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা বাড়ত।”

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, “কিছু ক্ষেত্রে সফল হলেও অন্তর্বর্তী সরকার অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছিল, জনগণের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এখনো চাঁদাবাজি ও টেন্ডারবাজি চলছে। ফ্যাসিবাদী সরকারের দোষররা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এবং তাদের বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।”

এ সময় তিনি একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ারও অভিযোগ তোলেন।
জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে দেলাওয়ার হোসেন বলেন, “এই আন্দোলনের মূল লক্ষ্য শুধু একটি সরকারের পতন ঘটিয়ে আরেকটি সরকারকে ক্ষমতায় বসানো ছিল না। বরং গত ১৫ বছরে রাষ্ট্র যেভাবে চলছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে যেভাবে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল, সেই অবস্থা থেকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলাই ছিল আন্দোলনের মূল স্পিরিট।”

পথসভা শেষে দেলাওয়ার হোসেন পার্শ্ববর্তী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের এক শারীরিক প্রতিবন্ধী যুবককে হুইলচেয়ার প্রদান করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, স্থানীয় জামায়াত নেতা আব্দুর রশিদ, আব্দুল হালিমসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )