


নীলফামারীতে গুড নেইবারস বাংলাদেশ আয়োজিত জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ও জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য দেন।
গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এর ব্যবস্থাপক বিভব দেওয়ান এতে সভাপতিত্ব করেন। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপির প্রোগ্রাম অফিসার মতিউর রহমান আকাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বারুনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্র জিৎ রায় মিরু, আয়োজক সংস্থার প্রশাসনিক কর্মকর্তা আসমান আলী বক্তব্য দেন। এরআগে ‘শব্দ শিখুন ভাষা শিখুন’ প্রতিপাদ্যে নীলফামারী ও সৈয়দপুর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ২৪জন শিক্ষার্থী জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশ নেয়।
বিজয়ী পাঁচ শিক্ষার্থী নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ও নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন, সৈয়দপুর উপজেলার তুলসীরাম বালিকা উচ্চ বিদ্যালয় ও নীলফামারী সদরের সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এর ব্যবস্থাপক বিভব দেওয়ান জানান, ইংরেজি ভাষা শিক্ষায় ভীতি দূরীকরণ, শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং গুণগত শিক্ষার মান উন্নয়নে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বলেন, বিজয়ী শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ের ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রসঙ্গত বিজয়ীরা বিদ্যালয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে উপজেলা পর্যায়ে বিজয়ী হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে।