


রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারের সঞ্চালনায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এছাড়াও বিএনপির জেলা ও উপজেলার নেতারা বক্তব্য দেন।
শোকসভা ও দোয়া মাহফিল বক্তারা বলেন, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু ছিলেন রংপুরের তৃণমূল রাজনীতির এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি সারাজীবন গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি এক নিবেদিতপ্রাণকে হারিয়েছে। এই শূন্যতা পূরণ হবার নয়। আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করি। আপনাদের কাছে দোয়া চাই। পরিশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।