


প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো আল মামুন, বিআরটিএ মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাফিক পুলিশের ইনচার্জ আলতাফ হোসেন ও নিরাপদ সড়ক চাই নেতা মাহামুদ হোসেন লিটন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আলোচনা সভায় অংশ নেন।