


গাইবান্ধার সুন্দরগঞ্জে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মো. শহিদুল ইসলাম (৪০) ও তার ছেলে মো. শিয়াব মিয়া (১৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো জহুরুল ইসলাম। নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, ধানক্ষেতে পানি দেয়ার জন্য সকাল ১০ টার দিকে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র নিয়ে যান পুকুর পাড়ে। বাড়ির পশ্চিমে তিনশো গজ দূরত্বে হবে। ঘন্টাখানেক পরে ছেলের মা মোছাঃ চায়না বেগম খোঁজ নিতে যান ওই পুকুর পাড়ে। এ সময় ছেলের লাশ দেখতে পায় এবং চিৎকার করেন। স্থানীয়রা ছুটে আসেন এবং শিয়াবের লাশ বাড়িতে নেন। এর কিছুক্ষণ পরে বাবা শহিদুল ইসলামের খোঁজে পুকুর পাড়ে আবারও যান তার স্বজনরা। তখন তার মরদেহ পুকুরে দেখতে পান এবং উদ্ধার করে বাড়িতে নেন। এদিকে বাবা ও ছেলের মৃত্যুতে শোকের মাতম বইছে পরিবারসহ আশপাশ এলাকায়।
এ বিষয়ে কথা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ এর সাথে। তিনি বলেন, ‘বিদ্যুৎ চালিত সেচপাম্পের বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থল ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।’