


লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের উদ্যোগে রেলি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীর আলম আঙ্গুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির কার্যকরী সদস্য ফারহান উদ্দিন (পাশা)। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কুদরত-ই মেহেরবান মিঠুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুব সমাজকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।” এ সময় স্থানীয় যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।