


লালমনিরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
আইসিবির জেলা কর্মকর্তা ওবায়দুল্লাহ এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন ও জেলা ব্যবস্থাপক আব্দুস সামাদ। কর্মশালা শেষে ৭ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। জেলা যুব এবং কর্মসংস্থান কর্মকর্তা তাহমিনা খানমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, যুব উদ্যোক্তা ও শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।