


পঞ্চগড়রে তেঁতুলিয়া উপজেলায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে তেঁতুলিয়ার কর্মজীবি মানুষ।বাজার ঘাটে ও গ্রামাঞ্চলের অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
শুক্রবার (৩১অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
দিনাজপুর হতে ঘুরতে আসা পর্যটক জানান, দিনাজপুর তেমন বৃষ্টি নেই কিন্তু ঠাকুরগাঁও এসে আমরা বৃষ্টি পেয়েছি।তেঁতুলিয়ায় আসতেই কাপড় বিঝে শেষ আমাদের ঠান্ডা অনুভোব করছি।তেঁতুলিয়ায় আমরা তেমন ঘুরাঘুরি করা হলো না আমরা এই ভাবে চলে যাচ্ছি।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, এদিন সকালে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯% এবং ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টি শেষে উত্তরাঞ্চলে শীত অনুভূত হতে শুরু করবে।