1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দেবীগঞ্জে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন

দেবীগঞ্জে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৮ জন দেখেছেন
oplus_2097152

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিরহাট এলাকায় মিথ্যা অপবাদ ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. রহিমুল ইসলাম। গত রবিবার বিকেলে হাজিরহাট এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রহিমুল ইসলাম বলেন, “কিছু ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।

এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি।” তিনি আরও জানান, একটি ভিত্তিহীন ঘটনার অভিযোগে তাকে তার কর্মস্থল থেকে বরখাস্ত করা হয়েছে, যার ফলে তিনি পরিবার-পরিজন নিয়ে চরম মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন।

তিনি প্রশাসন ও স্থানীয় সুধীজনদের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা মতিয়ার রহমান বলেন, “রহিমুল ইসলাম ভালো মানুষ, তার বিরুদ্ধে আমরা কোনো খারাপ কিছু দেখি নাই।”অন্য এক ব্যক্তি বলেন, “যদি তিনি দোষী হন, তবে তার বিচার হোক। আর যদি নির্দোষ হন, তাহলে যারা মিথ্যা অপবাদ দিচ্ছে তাদেরও বিচার হওয়া উচিত।”

অপপ্রচারে জড়িত বলে যাকে উল্লেখ করা হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক সেই নারী বলেন, “রহিমুল ইসলামের সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। তিনি আমাকে বোনের মতোই সম্মান করেন, আর আমার স্বামীর সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে।” সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )