


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎ স্পর্শ হয়ে এক যুবকের মৃত্যুর। বৃহস্পতিবার (৩০অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়াগছ গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হলেন, মো আসিফ (১৬) তিরনয়হাট ইউনিয়ন চুটচুটিয়া গছ গ্রামের পিতা-নুর জামালের ছেলে। পরিবার সুত্রে জানাযায়, নিহত আসিফ মাগরিবের নামায পরে নিজ বাড়ীতে রান্না ঘরের সামনে বৈদুতিক বাল্বের নতুন হোল্ডার লাগানোর সময় বিদুৎ এর শট খেয়ে মাটিতে পড়ে যায় তাৎক্ষণিক বাড়ীর লোকজন তেঁতুলিয়া সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষনা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।