


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি বিভাগের প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৬০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার। বীজগুলোর মধ্যে – গম, সরিষা, চিনাবাদাম, সূর্য্যসূখী, পেঁয়াজ, মসুর, মুগ, সয়াবিন, খেসারি ও অড়হড় বীজ রয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকারের উপস্থাপনায় আরও বক্তব্য দেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল কবির তুহিন, শাহ আলম মিয়া প্রমুখ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্রাচার্য্য বলেন, কৃষকদের সহায়তা দিয়ে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ হচ্ছে।