1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুর-২ আসনেও জামায়াতের গণজোয়ার: মমতাজ উদ্দিন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

দিনাজপুর-২ আসনেও জামায়াতের গণজোয়ার: মমতাজ উদ্দিন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৪ জন দেখেছেন

সারাদেশে জামায়াতে ইসলামি যে গণজোয়ার সৃষ্টি হয়েছে , দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনও এর বাইরে নয় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও রংপুর–দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। তিনি বলেন, “এখানে যে জোয়ার সৃষ্টি হয়েছে, আমরা যদি তা ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আমাদের প্রার্থী বহু ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।”

শনিবার ১৫ ই নভেম্বর সকালে বোচাগঞ্জ- বিরল রোকন সম্মেলনে অংশগ্রহণ শেষে দুপুরে দৈনিক সকালের বাণীর স্থানীয় প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। “তিনি আরও বলেন, জামায়াত মনোনীত প্রার্থী একে এম আফজালুল আনাম একজন সম্ভাবনাময় নেতা। তিনি বিরল উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন এবং একটি মাদ্রাসার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভাইস চেয়ারম্যান ও অধ্যক্ষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে।”

সমমনা ইসলামি দলগুলোর সমঝোতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমরা ৮-টি ইসলামি দলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি। যে দলের ভোটার যেখানে বেশি, সেই আসন সে দলকে ছেড়ে দেওয়ার নীতিতে আমরা এগোচ্ছি।” সকালের রোকন সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেতাবগঞ্জ মেলাগাছি স্কুল মাঠে। এতে উপস্থিত ছিলেন—দিনাজপুর জেলা জামায়াতের আমির আনিসুর রহমান, দিনাজপুর-২ আসনের প্রার্থী একে এম আফজালুল আনাম, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির আমিনুল হক,বিরল উপজেলা আমির আব্দুর রশীদ, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )