


কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির অবস্থায় পড়ে যাচ্ছে। প্রশাসনিক ভাবে খোঁজ খবর না রাখায় প্রতিষ্ঠান প্রধানরা ইচ্ছে মত ছুটি দিচ্ছেন। এতে শিক্ষার পরিবেশ ভঙ্গুর অবস্থায় পরিণত হচ্ছে। এমন চিত্র দেখা গেছে বালাবাড়িহাট আই. এম. এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার। নিদিষ্ট সময়ের আগে প্রতিষ্ঠান ছুটি দেয়া হচ্ছে প্রায় প্রতিদিনই।
অভিযোগ উঠেছে, ওই মাদ্রাসায় সকাল ১০ টার মধ্যে শিক্ষকদের উপস্থিত হওয়ার কথা থাকলেও সেসময় উপস্থিত হতে বিড়াম্বনা রয়েছে। এছাড়াও বিকেল ৪টার আগেই দেয়া হচ্ছে মাদ্রাসা ছুটি। তবে প্রতিষ্ঠান প্রধানের দাবি, সামনে পরীক্ষা তাই ক্লাস কম হচ্ছে, শিক্ষকরাও পরীক্ষা নিয়ে ব্যস্ত। অভিযোগের ভিত্তিতে সরেজমিন রবিবার দুপুরের দিকে বালাবাড়ি আই. এম. এস ফাযিল ডিগ্রি মাদ্রাসায় গেলে দেখা যায়, দুপুর আড়াইটার দিকেই মাদ্রাসা ছুটি দেয়া হয়েছে। শ্রেনিকক্ষ গুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে।
এসময় একজন শিক্ষককে পাওয়া গেলেও তিনি পরিচয় দিতে ইচ্ছা প্রকাশ না করে বলেন, একটু আগে ছুটি দিয়ে সবাই চলে গেছে কারণ কয়েকদিন পর পরীক্ষা তাই। মাদ্রাসার অধ্যক্ষ নুর-আলম জানান, সামনে পরীক্ষা তাই ক্লাস কম হচ্ছে শিক্ষকরাও পরীক্ষা নিয়ে ব্যস্ত। একাডেমিক সুপার ভাইজার আব্দুল হালিম বলেন, আমাদের আইন প্রয়োগ করার ক্ষমতা নাই শুধু পরামর্শ দিতে পারি।
চিলমারী উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ জানান, প্রতিষ্ঠানের কমিটি অনেক কিছু করতে পারে তবে আমরা শোকজ করতে পারি, আর যেহেতু শুনলাম তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।