


দিনাজপুরে পার্বতীপুরে সরকারি আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার (১৭নভেম্বর) সকাল ১১টায় উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর সরদারপাড়া গ্রামের ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকাণ্ডের পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ কেজি লবন রামপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোজাহার আলী ও ইউপি সদস্য শফিকুল ইসলাম শাফি।
৩নং রামপুর ইউনিয়ন পরিষদ এর (ভারপ্রাপ্ত) ইউপি চেয়ারম্যান একরামুল হক বলেন, গত ১৪ নভেম্বর বিকেলে ডিমালির ডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে প্রকল্পের ১০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রবিবার দৈনিক সকালের বাণীতে “পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ণ প্রকল্পে ১০ ঘরে অগ্নিকাণ্ড” সংবাদ প্রকাশিত হয়।