পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়,উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ দুই যুবককে লালমনিরহাট যাওয়ার পথে ধরলা ব্রীজের চেকপোস্টের ফাঁড়ির কাছেই হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃত হলেন, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর ঝাউকুটি এলাকার আবুল কালামের ছেলে খলিল মিয়া (২৭) ও একই এলাকায় আবু তালের ছেলে আজিজার রহমান (৪৬)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, সাড়ে চার কেজি গাঁজাসহ থানা পুলিশের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।