বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত খেলায় তিস্তা টাইগার্স ও ধরলা হাইটার্স মুখোমুখি হয়। রোমাঞ্চকর এই ম্যাচে তিস্তা টাইগার্স ছয় রানে জয়লাভ করে। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন অ্যাডভোকেট রায়হান কবীর।
খেলা শেষে সেরা খেলোয়াড়কে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
এ সময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিন বাদশা, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট সায়েম সরকার তুলিপ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট নাজিরা খাতুন বিথী।
টুর্নামেন্ট সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করছেন রংপুর আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি।
রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক জানান,এই টুর্নামেন্টের মাধ্যমে আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং ক্রীড়া-সংস্কৃতির বিকাশ ঘটবে এবং অন্যান্য শ্রেণি পেশার মানুষও ক্রীড়াঙ্গনে অবদান রাখতে অনুপ্রাণিত হবে।