মানববন্ধনে বক্তারা বলেন, স্নাতক পাশ করে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাপ্ত একজন সহকারী শিক্ষক ১৩ তম গ্রেডে বেতন পান। অথচ একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে পুলিশের সাব-ইন্সপেক্ট ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্তরা ১০ম গ্রেডে বেতন পান। অপরদিকে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স (এইচএসসি সমমান) করে নার্স পদে নিয়োগ প্রাপ্তরা ১০ম গ্রেডে বেতন পান।
এমনকি চার বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা কোর্স (এসএসসি সমমান) করে উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ প্রাপ্তরা ১০ গ্রেডে বেতন পান। এছাড়া স্নাতক পাশ করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ প্রাপ্তরা ১০ গ্রেডে বেতন পান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা স্নাতক পাশ হওয়া স্বত্বেও ১৩তম গ্রেডে বেতন পান। যা এক ধরণের বৈষম্য। দ্রুত সহকারী শিক্ষকের ১০ম গ্রেড প্রদান করে বৈষম্য নিরসন করা হোক।
মানববন্ধনে সহকারী শিক্ষক আলাউদ্দিন সরকার, আবু সাঈদ, রোকন-উদ-দৌলা, হাসি, শিরিন আক্তার, আইনুল হক ও দুলাল হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।