সনাতন ধর্মাবলম্বীদের শ্বারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ২৯ টি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৫ অক্টোবর) বেলা ২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপি সভাপতি শাহ মো. সামিম হোসেন চৌধুরী সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস ছাত্তার মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ধর্মীও পরিচয়ে বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীও উৎসব শ্বারদীয় দুর্গাপূজা নিরাপদে শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে পালন করতে সার্বিক সহযোগিতা করবে বিএনপি।
এ সময় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি রাজা মিয়া, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, উপজেলা ও পৌর বিএনপ্রি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে প্রধান অতিথি ২৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারীর হাতে মোট ১ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন ।