নীলফামারীর সৈয়দপুর পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫অক্টোবার) দিবসটি উদ্যাপন উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে বইমেলা ও শিক্ষক সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াৎ করেন প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আল মহতাদি মিরান। অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরেন ইন্টারন্যালনাল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ সিদ্দিক।
পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারী শিক্ষক শারমিন আক্তার। পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থী কেক কাটেন। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক মো. সাদ্দাম হোসেন, সেম্পিল খাতুন, মোছা. আফসানা খাতুন, সাজিয়া আফরিন, শামীমা আখতার, মোছা. ফজিলা খাতুনকে সফল শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিশ^ শিক্ষক দিবস উপলক্ষে প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত বইমেলায় বিভিন্ন ধরনের বই স্থান পায়।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।