গ্রেপ্তারকৃত মামুন উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের পুত্র।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, গত ৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথা মোড়ে এজাহার নামীয় ৪০ জন ও অজ্ঞাত নামা ৭০/৮০ জন পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগ এনে গত ২৪ আগস্ট শহীদ শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭।