1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না | দৈনিক সকালের বাণী
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩০ জন দেখেছেন
বিশ্বাস নির্ভর করে না

ইসলাম ধর্মের অনুসারী হলেও পূজা অর্চনায় নিয়মিত টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। এ নিয়ে কটাক্ষের শিকার হন। কিন্তু পাত্তা দেন না। এবারও ব্যতিক্রম হচ্ছে না।

 

ট্রলের ভয়ে চুপ থাকবেন না নায়িকা। কেননা তিনি মনে করেন বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না।

 

ভারতীয় সংবাদমাধ্যমে দুর্গা পূজা উপলক্ষে লিখেছেন নুসরাত। সেখানে একটি অংশে তিনি লেখেন, ‘প্রত্যেক বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালোবাসি। এক শ বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তারপরও অষ্টমীর দিন অঞ্জলি দিই, আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনো ধর্মের ওপর নির্ভর করে না। ভাষার ওপরও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত।’

nusrat-20230523101009

এরপর ট্রল প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ট্রোলিংকে আমি পাত্তা দিই না। কারণ প্রত্যেকের তার নিজের মতো জীবন যাপনের স্বাধীনতা রয়েছে। কেউ অন্যের জীবনযাপনের শর্ত নির্ধারণ করে দিতে পারে না। আমি সমাজমাধ্যমে দেখেছি, নারীদের একটু বেশিই ট্রল করা হয়। চার লাইন লিখে পালিয়ে যাচ্ছে। তাদেরকে চিনিও না, জানিও না। তাই পাত্তাও দিই না।’

পূজার পরিকল্পনা নিয়ে নুসরাত লিখেছেন, ‘পূজার আগে আমার আর যশ, দু’জনেরই ব্যস্ততা তুঙ্গে। কিন্তু তা সত্ত্বেও ওকে বলেছি, সময় করে আমাকে নিয়ে একটু বের হতে। মা, বাবা এবং বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হবে।’

nusrat-jahan-photo-20220522193843

তিন বছরের সন্তানকে নিয়ে লিখেছেন, ঈশানের এখন সাড়ে তিন বছর বয়স। অনেকটাই বড় হয়েছে। গত বছর ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ও মণ্ডপের আলোকসজ্জা দেখতে খুব পছন্দ করে। গত বছর ঢাকের তালে একটু আধটু নেচেওছে।’

সবশেষে নুসরাত সবার শান্তি ও মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )