পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অজ্ঞাত এক বিষধর সাপের কামড়ে মন্দিরা রানী নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ অক্টোবর) রাতে উপজেলার উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী ধামপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পরে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করে শিশুটি। এদিকে মঙ্গলবার সকাল ১০টায় স্থানীয় শশ্মানে শিশুটির মরদেহ সৎকার করা হয় বলে জানা গেছে।
নিহত শিশু মন্দিরার বাড়ি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী ধামপাড়া গ্রামে। সে ওই এলাকার প্রসন্ন কুমার রায়ের মেয়ে। মন্দিরা মোলানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।
নিহতের পরিবারের বরাত দিয়ে আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নজিবুল ইসলাম জানান, সোমবার রাতে ঘরের বিছানায় একাই শুয়ে ছিল শিশু মন্দিরা। এসময় তার বাম হাতের আঙ্গুলে একটি বিষধর সাপ কামড় দিয়ে ধরে থাকে। এতে চিৎকার করে উঠে শিশু মন্দিরা। কিছুক্ষণ পরে শিশুটির আঙ্গুল ছেড়ে দেয় সাপটি। পরে পরিবারের সদস্যরা সাপ দেখতে পেয়ে শিশুটির হাতে কাপড় দিয়ে শক্ত করে বাধঁন দিয়ে দেয়।
এসময় সাপটিতে ধরে বস্তাবন্দি করে ফেলা হয়। পরে মেরেও ফেলা হয় সাপটিকে। তবে সাপের নাম ও জাতের বিষয়ে জানতে পারেনি কেউ। এদিকে, স্থানীয় দুইজন ওঝাঁকে খবর দেন পরিবারের সদস্যরা। রাত ২টা পর্যন্ত চলে ঝাঁড়ফুঁকের কাজ। তবে ঝাঁড় ফুঁকের এক পর্যায়ে শিশুটি বার বার বমি শুরু করলে ঝাঁড়ফুঁক স্থগিত করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, সুরতহাল শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহটি সৎকার করাও হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।