1. onlinesokalerbani@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. iqbalbarabil80@gmail.com : Sokaler Bani : Iqbal Sumon
  3. sharifuzzamanmdiqbal@gmail.com : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন আনসার-ভিডিপির রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

রংপুরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন আনসার-ভিডিপির রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬১ জন দেখেছেন
নবমীতে রংপুর মহানগরীর  বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার মো: আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস।
শনিবার(১২অক্টোবর) রাত ৮ টায় দুর্গাপূজার নবমীতে মাঠ পর্যায়ে আনসার-ভিডিপি এর কার্যক্রম পরিদর্শনে বের হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ কমান্ডার ।  তিনি রংপুর মহানগরীর  বিভিন্ন পূজামন্ডপের আইন শৃঙ্খলা  পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় রেঞ্জ কমান্ডারের সাথে  উপস্থিত ছিলেন রংপুরের  জেলা কমান্ড্যান্ট মো: রাশেদুল ইসলাম, রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত)  মো: মনিরুজ্জামান।
পরিদর্শনকালে রেঞ্জ কমান্ডার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।  পূজা মণ্ডপ পরিচালনা কমিটি ও সেচ্ছাসেবক কমিটির সঙ্গে নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন ও অন্যান্য সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক পূজা মন্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি   পরিদর্শন করছি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক আছি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এ বাহিনীর প্রতিটি সদস্য বদ্ধ পরিকর। শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে উদযাপনের জন্য  রংপুর জেলার পূজা মন্ডপ গুলোর গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন ও গুরুত্বপূর্ণ/সাধারন পূজা মন্ডপে ৬ জন হারে মোট ৮৭১ টি পূজামন্ডপের নিরাপত্তায় ও আইন শৃঙ্খলা রক্ষায় ৫৪৬২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এবং ২ টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স   মোতায়েন করা হয়েছে। এছাড়াও রংপুর  বিভাগের ৮টি জেলার ৫৩২৩ টি পূজা মন্ডপের নিরাপত্তার জন্য ৩৫ হাজার ৭০০ জন আনসার ভিডিপি সদস্য এবং  যে কোন জরুরি প্রয়োজনে আনসার ব্যাটালিয়নের  স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েনকৃত আনসার-ভিডিপি সদস্যরা ০৮ অক্টোবর হতে ১৪ অক্টোবর পর্যন্ত ৭দিন ব্যাপী সার্বক্ষণিক পূজা মন্ডপে নিয়োজিত থেকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।
আনসার ভিডিপি সদস্য, পুলিশ, র‌্যাব, সহ আইন–শৃংখলা রক্ষাকারী বাহিনী ২৪ ঘন্টা এই দুর্গোৎসবের নিরাপত্তায় নিয়োজিত আছে। তাই চমৎকার পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান শেষ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )