ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া প্রদর্শন
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
আপলোডের সময় :
রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
৫০
জন দেখেছেন
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে আয়োজন করা হয় ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া। অনুষ্ঠিত মহড়ায় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে স্কুলের শিক্ষার্থী সহ সাধারণ জনগণকে ভূমিকম্প ও অগ্নিকান্ড সর্ম্পকে ধারণা দেন এবং কিভাবে দুর্যোগ মোকাবিলা করা যায় তার একটি মহড়া প্রদর্শন করেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীবৃন্দ।
এসময় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী রাশেদুল আলম, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।
মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়ার সঞ্চালনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।